Uncategorized

অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ ও স্থাপন

গ্রামীণ জনগোষ্ঠীর অন্যতম বড় সমস্যা হলো নিরাপদ পানির অভাব। এই সমস্যা সমাধানে Green Planet BD সম্প্রতি একাধিক অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ ও স্থাপন কার্যক্রম পরিচালনা করেছে।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রামে টিউবওয়েল বসানো হয়, যাতে পরিবারগুলো সহজে বিশুদ্ধ পানির সুবিধা পেতে পারে। বিতরণ কার্যক্রমে উপস্থিত সদস্যরা জানান—নিরাপদ পানির অধিকার সবার জন্য নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিউবওয়েল বিতরণে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগে তাদের দূর-দূরান্ত থেকে পানি আনতে হতো; এখন নিজেদের বাড়ির আঙিনায় বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব হবে।

Green Planet BD জানায়, নিরাপদ পানি সরবরাহ তাদের অন্যতম প্রধান অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প অব্যাহত থাকবে, যাতে দেশের প্রত্যন্ত এলাকার পরিবারগুলো বিশুদ্ধ পানির অধিকার থেকে বঞ্চিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *